কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, "কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, সে যতই প্রভাবশালী হোক না কেন।" তিনি জানান, ইতোমধ্যে গুলশানে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, "চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিচার্য নয়। রাষ্ট্র ও সমাজের স্বার্থে সবাইকে আইনের আওতায় আনা হবে।"

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে আগাম প্রস্তুতির কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, আগস্ট মাস থেকে পুলিশের পর্যায়ক্রমিক প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে নির্বাচন পর্যন্ত।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

এসপি ও ওসি পদে বদলি প্রসঙ্গে তিনি বলেন, “এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এসব পদে নিয়মিত পোস্টিং হয়ে থাকে।”

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদক বহনকারীরা ধরা পড়ছে, তবে গডফাদাররা এখনো আড়ালে। তাদেরও চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান আরও জোরদার করা হবে।”

ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।