শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কেবল চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং এমন মানুষ গড়ে তোলা উচিত, যারা সৃজনশীল, স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম এবং নতুন উদ্ভাবন নিয়ে আসতে পারে। তিনি বলেন, জন্মগতভাবেই মানুষ সৃজনশীল, কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা প্রায়ই সেই সৃজনশীলতাকে সীমিত করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক আলোচনায় তিনি এসব বক্তব্য রাখেন।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

ড. ইউনূস বলেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা উচিত। উদ্যোক্তা মানসিকতা, সৃজনশীল চিন্তা এবং নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা শিক্ষার মাধ্যমে বিকশিত হওয়া আবশ্যক।

তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতি এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, শিক্ষা হতে পারে সেই শক্তি যা তরুণদেরকে সমাজে পরিবর্তন আনার নেতৃত্ব দিতে সক্ষম করবে।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), এবং এটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অংশ।