ভোট দিলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। মাগুরা ১১ নম্বর দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান।
রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে বাবা, বোন ও নিকটাত্মীয়দের সঙ্গে কেন্দ্রে যান সাকিব। ভোট তখনো শুরু হয়নি। পরে ৮টা বাজার সঙ্গে সঙ্গে সাকিব তার পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
ভোট শেষে তিনি বলেন, আশা করি উৎসব মুখর পরিবেশে নিরাপদভাবেই সবাই ভোট দেবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। এ অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন না।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদী কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি যথেষ্ট চেষ্টা করেছি। জয়ের বিষয়ে আশাবাদী। তবে নির্বাচনের পর ফলাফল এলেই বাকিটা বোঝা যাবে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে