পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল ছাত্রদল নেতা

মঙ্গলবার (১৩ মে) নাসিরনগরে মশিউর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হওয়ার পর স্থানীয় ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন লোক পুলিশের হেফাজত থেকে ছিনেয়ে নেয় গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে। আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ও ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া একই গ্রামের আসাদুজ্জামান ভূঁইয়ার ছেলে। মশিউর রহমান ও জয়নাল ভুইয়া সৎ ভাই ।
মঙ্গলবার বেলা ১ টায় চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে ডেবিল হান্ট অপারেশনে চাতলপাড় বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়, চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাতলপাড় গ্রামের অবনী রায়ের ছেলে অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকে। গ্রেপ্তারের পরপরই চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়া ও তার সঙ্গীরা মশিউর কে ছেড়ে দেয়ার দাবীতে বাকবিতন্ডায় লিপ্ত হয় পুলিশের সাথে, এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় মশিউর রহমানকে।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ঘটনাস্থল থেকেই জয়নাল ভূঁইয়াকে আটক করে চাতলপাড় পুলিশ ফাড়িতে নিয়ে যায় পুলিশ ।পরে তাকে নাসিরনগর থানায় এনে প্রেরণ করা হয় ব্রাহ্মনবাড়িয়া জেল হাজতে ।
চাতলপাড় ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ” দৈনিক বাংলাবাজার পত্রিকা ‘কে বলেন, ‘ আমি মশিউর কে ধরেছি, ওরা আমার হাত থেকে ছিনিয়ে নিছে । তার নামে নিয়মিত মামলা করা হয়েছে । “
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম বলেন,” ঘটনা সঠিক, মামলা হয়েছে, তাকে কোর্টে চালান দেয়া হয়েছে” ।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হানান ”দৈনিক বাংলাবাজার পত্রিকা’কে বলেন, ” সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিষয় জানতে পেরেছি, তবে এখন পযন্ত নির্ভরযোগ্য কোন সুত্র থেকে ঘটনার প্রকৃত বিষয়টি যাচাই করে সত্যতা নিশ্চিত হতে পারিনি ।