কুমিল্লায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে আটটার দিকে কাঁটাবিল মসজিদের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
নিহত মহরমের বন্ধু ভগ্নিপতি শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাঁটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হন মহরম ও তার বন্ধু অপু। কাঁটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে শ্রেণি-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে।





