নারী ভোটারদের বাদ দিয়ে দেশে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়:আমীর সায়েদ আলী

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৫১% নারী ভোটার রয়েছে। সুতরাং নারীদের বাদ দিয়ে দেশে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ও রাতে সর্বসাধারণ ও মহিলাদের সাথে পৃথক পৃথক সমাবেশে তিনি এ কথা বলেন।

কুলাউড়ার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বসাধারণের সাথে মতবিনিময়ে ওয়ার্ড সভাপতি গোলাম মস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিত রিয়াদের পরিচালনায় এবং ৪ নং ওয়ার্ড শাখায় মহিলা সমাবেশে কুলাউড়া পৌরসভা জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে ও সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, মাওলানা রুহুল আমীন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, মাওলানা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।