সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটে মধ্যরাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট অঞ্চল।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা। প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ২৪.৮৩০° অক্ষাংশ ও ৯২.১৮০° দ্রাঘিমাংশে, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের কেন্দ্র ছিল ২৪.৭৯০° অক্ষাংশ ও ৯২.২১০° দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারেও ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি ও নজরদারি বৃদ্ধি