তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ভোর ও সকালের দিকে তীব্র ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়লেও দিনের বেলায় ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তবে সূর্যের উপস্থিতি সত্ত্বেও শীতের তীব্রতা কমছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়

এর আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, তবুও সকাল ও রাতে শীতের তীব্রতা অনুভূত হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশপাশে অবস্থান করছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার ও রোববার (১৪ ও ১৫ ডিসেম্বর) তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন: রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়াতেই। গত ১১ ডিসেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে এ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তিনি আরও বলেন, ডিসেম্বরের শেষ দিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।