জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে টানাপোড়েনের মধ্যেই নির্বাচন কমিশনের আরও এক সদস্য পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কমিশনের সদস্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহি সাত্তার বলেন, “নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়।”

এদিকে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তিনি বলেন, তিন দিন ধরে টানা ভোট গণনার পর কমিশন ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়, যা টানা তিন দিন ধরে চলে।

এ নির্বাচনকে ঘিরে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ চারটি প্যানেল ভোট বয়কট করে। কমিশনের দুই সদস্যের পদত্যাগের ঘটনায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।