গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: সিইসি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে নির্বাচন কমিশন (ইসি) তখনই সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

সিইসি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি সংলাপে শুনেননি। "আমি কী বলেছেন, কোন লাইনে বলেছেন আমি জানি না। যেহেতু শুনিনি, বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না। সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানালে আমরা কমিশনে বসে আলোচনা করে আমাদের মতামত দিতে পারব। এখন মতামত দেওয়া যথার্থ হবে না," তিনি বলেন।