কারওয়ানবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধের দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
হামলার পর ব্যবসায়ীদের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির চাপ বাড়ছে।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!





