জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ৫

Sadek Ali
সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেন।

বুধবার (২১ মে) রাত ১০ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুসুমপুর বিওপির নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার নিশানবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে আসলাম ফকির (৫৩), বারইখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৪৩), পিরোজপুর জেলার চন্ডিপুর গ্রামের মুদাচ্ছের আলী গাজীর ছেলে নাসির গাজী (৩৭), নড়াইল জেলার চরআড়িয়ারী গ্রামের হান্নান মৃধার ছেলে হাবিবুল্লা মৃধা (১৭) এবং ভোলা জেলার দালালপুর গ্রামের মো. সুমনের ছেলে সজিব (১৬)।

আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা বিভিন্ন সময় বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। এরপর তারা ভারতের মুম্বাই শহরে রাজমিস্ত্রীর কাজ করতেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।