নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৫ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১)।

বুধবার (২ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে। 

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: লালমনিরহাট মুক্ত দিবস: ৬ ডিসেম্বরের গৌরব ও আয়োজনহীনতার আক্ষেপ

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।