ময়লার ভাগাড়ে মিলল ৫ বস্তা জাতীয় পরিচয়পত্র

Any Akter
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়েছে হাজার হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। স্থানীয়দের দাবি, এখানে প্রায় লক্ষাধিক এনআইডি কার্ড পড়ে আছে, যা দেখে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পোনে ৫ টার দিকে স্থানীয় বাসিন্দারা স্টেডিয়ামের পাশের একটি ময়লার ভাগাড়ে অসংখ্য এনআইডি কার্ড দেখতে পান। পরে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

স্থানীয়দের পর্যবেক্ষণে দেখা গেছে, এসব এনআইডি কার্ডের অধিকাংশই গাজীপুর অঞ্চলের বাসিন্দাদের নামে ইস্যুকৃত। এতে সন্দেহ করা হচ্ছে যে, কোনো একটি মহল পরিকল্পিতভাবে গাজীপুরের জাতীয় পরিচয়পত্রগুলো এখানে ফেলে রেখে গেছে। তবে কারা এই কাজ করেছে এবং কী উদ্দেশ্যে করেছে তা এখনও স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, “আমরা হঠাৎ দেখি অনেকগুলো এনআইডি কার্ড একসাথে ময়লার স্তুপে পড়ে আছে। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

এবিষয়ে নারায়নগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাসিনূর রহমানের সাথে কথা হয়। তিনি বলেন, "আমরা এই বিষয়ে এখনো কোন তথ্য পাইনি"

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। এনআইডি কার্ডগুলোর সত্যতা যাচাই ও ঘটনার উৎস উদঘাটনে তদন্ত শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।য়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।রং দিন দিন বাড়ছে।