সাতক্ষীরার শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভূট্টো।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, খালিদ হাসান সুমন, কামরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য জোরদার করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি এডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সামনের কাতারে থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
প্রধান আলোচক শরিফুজ্জামান সজিব বলেন, “দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপির ভরসাস্থল।”
দলের জেলা যুগ্ম আহবায়ক মহাসিন আলম দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।





