হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার ডুবাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের চাল উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন। 

নিহত শ্রমিকরা হলেন: মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।