রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আ.লীগের কয়েকজন আটক, ককটেল উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির এক বিবৃতিতে জানানো হয়, পান্থপথ সিগন্যালের সামনে এক ব্যক্তির ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি, সিটিটিসি ও পুলিশের টিম তল্লাশি ও প্রাথমিক তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এসব নিয়ে আসা হচ্ছিল।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে বলেও জানানো হয়েছে।