দীর্ঘ দিন পর দেশে ফিরলেন ঢালিউডের বিউটি কুইন শাবানা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা, যাকে একসময় বলা হতো ‘বিউটি কুইন’, দীর্ঘ ৫ বছর পর নীরবে দেশে ফিরেছেন। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এ তারকা বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে অবস্থান করছেন এবং নিজের মতো করে সময় কাটাচ্ছেন।

শোনা যায়, কয়েকদিন আগেই গোপনে দেশে এসেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান।

আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাবানা অভিনয় করেছেন ২৯৯টি চলচ্চিত্রে। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার নায়ক ছিলেন আলমগীর। এছাড়া রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ গুণী শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ছবি।

শিশুশিল্পী হিসেবে ষাটের দশকে ‘নতুন সুর’ সিনেমায় অভিনয় শুরু করেছিলেন তিনি। নায়িকা হিসেবে অভিষেক ঘটে নাদিমের সঙ্গে ‘চকোরী’ চলচ্চিত্রে।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যান শাবানা। গত ২৫ বছরের বেশি সময় ধরে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে নিউ জার্সিতে বসবাস করছেন। এবার প্রায় ৫ বছর পরই তার দেশে ফেরা, যা ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছে।